ঢাবি ভর্তি প্রস্তুতি | ‘খ’ ইউনিট | ২০২৩-২০২৪ সালের প্রশ্ন থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে ঢাবির ২০২৩-২০২৪ সালের সমাধানসহ প্রশ্ন।
বাংলা
01. অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার-
a) খক খক b) ঘেউ ঘেউ c) পিট পিট d) ঝম ঝম
02. "মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।" কোন রচনার উদ্ধৃতি?
a) বায়ান্নর দিনগুলো b) জাদুঘরে কেন যাব
c) রেইনকোট d) নেকলেস
03. অধ্যাপক শব্দে 'অ'- এর উচ্চারণ হলো-
a) সংবৃত b) বিবৃত c) অর্ধ-সংবৃত d) অর্ধ-বিবৃত
04. 'Trilogy'-এর পারিভাষিক শব্দ কী?
a) ত্রৈমাসিক b) ত্রয়ী c) স্বচ্ছ d) ত্রিবিদ্যা
05. 'গ্যারেজ' শব্দটি কোন ভাষা থেকে আগত?
a) ফরাসি b) ফারসি c) স্প্যানিশ d) পর্তুগিজ
06 . "ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়।"- কার রচনা থেকে নেয়া হয়েছে?
a) আবুল ফজল b) কাজী নজরুল ইসলাম
c) মোতাহের হোসেন চৌধুরী d) রবীন্দ্রনাথ ঠাকুর
07. 'রেইনকোট' গল্পে কোনটিকে 'পাকিস্তানের শরীরের কাঁটা' বলে অভিহিত করা হয়েছিল?
a) মুক্তিযোদ্ধা b) শহিদ মিনার
c) বাংলা ভাষা (d) মিসক্রিয়েন্ট
08. "বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি" এখানে কতটুকু কোন পদ?
a) সর্বনাম b) বিশেষণ c) ক্রিয়া বিশেষণ (d) অনুসর্গ
09. যেখানে আমরা বলি 'চমৎকার' সেখানে তিনি বলেন 'চলনসই' বাক্যটি কোন কালের?
a) নিত্যবৃত্ত অতীত b) সাধারণ বর্তমান
c) পুরাঘটিত বর্তমান d) পুরাঘটিত ভবিষ্যৎ
10. 'নেকলেস' গল্পে উল্লেখিত 'স্যাটিন' কী?
a) রেশমি বস্ত্র b) মিশনারি স্কুল
c) সম্মানসূচক সম্বোধন d) ফরাসি মুদ্রা
11. কোনটি শুদ্ধ নয়?
a) মরিচিকা b) নূপুর c) উষা d) ক্যালেন্ডার
12. বিপ্রকর্ষের উদাহরণ হচ্ছে-
a) সত্য > সইত্য b) বেঞ্চ > বেঞ্চি
c) বিলাতি > বিলিতি d) তুর্ক > তুরক
13. কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ যুক্ত হয়েছে?
a) গরমিল b) অজানা ৫) বেমালুম d) আভাস
14. আভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ।
a) একতা, একাত্তর, একুশ b) কবি, কাব্য, কবিতা
c) ফুল, ফল, ফলন d) মঞ্চ, মালা, মঞ্জুর
15. 'যার কিছু নেই'- এক কথায় প্রকাশ করলে হবে-
a) দরিদ্র b) অকিঞ্চন c) নির্ধন d) অভাবী
Answer: 1.c 2.a 3.a 4.b 5.a 6.b 7.b 8.c 9.b 10.a 11.a 12.d 13. b 14. a 15.b
ইংরেজি
01. For myself I chose the cheapest dish on the menu----
a) and was that a mutton chop.
b) was a mutton chop.
c) and that was a mutton chop.
d) that was a mutton chop.
02. How many times -you been abroad?
a) have b) did c) had d) were
03. How does junk food ---- from fast food?
a) different b) differ c) difference d) defer
04. She was selected from ---- 400 competitors.
a) among b) near c) toward d) between
05. She has been the principal of the school ---- the last five years.
a) during b) for c) to d) since
06. Choose the correct adverb.
a) prettily b) pretty c) prettify d) prettier
07. What is the antonym of 'ancient'?
a) contemporary b) archaic
c) historic d) antiquated
08. What is a synonym of 'animosity'?
a) harmony b ) enmity c) serenity d) amity
09. Choose the correct option.
a) How does the food affect Purnima's lifestyle?
b) How the food affect Purnima's lifestyle?
c) How was the food affect Purnima's lifestyle?
d) How does the food effect Purnima's lifestyle?
10. Which word is misspelled?
a) Receive b) Reciept c) Recess d) Recent
11. Which of the following sentences has an interjection in it?
a) Well, it is time to say good bye.
b) He studied hard, yet he could not pass the test.
c) This is not what I meant.
d) Do you know where the playful penguins live?
12. Choose the correct sentence.
a) 1 bought two pair of trousers.
b) Can you give me some advices?
c) I read poetry about a horse.
d) Hamlet is one of Shakespeare's most famous works.
13. Choose the correct sentence.
a) Cycling is a good exercise.
b) Cycle is a good exercise.
c) To cycle is a good exercise.
d) To cycle is good exercise.
14. Identify the figure of speech in 'a terrible beauty is born.'
a) Oxymoron c) Irony
b) Metaphor d) Personification
15. Identify the type of sentence: In my opinion, Romeo and Jullet by William Shakespeare is a great play.
a) Imperative c) Interrogative
b) Declarative d) Exclamatory
Answer: 1.c 2.a 3.b 4.a 5.b 6.a 7.a 8.b 9.a 10.b 11.a 12.d 13. d 14. a 15.b
সাধারণ জ্ঞান
01. নিচের কোনটি শেক্সপীয়ারের রচনা নয়?
a) কিং লিয়ার c) ডক্টর ফাউস্টাস
b) টুয়েলফথ নাইটি d) দ্য টেম্পেস্ট
02. বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত 'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের পরিচালক কে?
a) আলমগীর কবির c) হুমায়ূন আহমেদ
b) খান আতাউর রহমান d) সুভাষ দত্ত
03. 'বাংলাদেশ ডেলটা প্ল্যান ২১০০ প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী দেশ কোনটি?
a) যুক্তরাজা b) চীন c) নেদারল্যান্ডস d) জার্মানি
04. 'সেপ্টেম্বর অন যশোর রোড' কবিতাটি কে লিখেছেন?
a) বব ডিলান c) জর্জ হ্যারিসন
b) অ্যালেন গিন্সবার্গ d) বিক্রম শেঠ
05. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে 'ভেটো' প্রদান করেছিলেন?
a) যুক্তরাজ্য c) যুক্তরাষ্ট্র
b) ফ্রান্স d) ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস
06. নিচে উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোন সীমান্ত নেই?
a) রাজশাহী বিভাগ c) চট্টগ্রাম বিভাগ
b) খুলনা বিভাগ d) বরিশাল বিভাগ
07. 'ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট' বইটি কে রচনা করেন?
a) লি কুয়ান ইউ b) এ.পি.জে আবদুল কালাম
c) মাহাথির মোহাম্মাদ d) অমর্ত্য সেন
08. কে বলেছিলেন "মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত"?
a) ভ্লাদিমির লেনিন c) কার্ল মার্কস
b) জ্যাঁ-জ্যাক রুশো d) জন লক
09. বিশ্বের সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটি?
a) সিএনএন b) এএফপি c) বিবিসি d) রয়টার্স
10. নিচে উল্লেখিত কোন লেখক নোবেল পুরষ্কার প্রত্যাখ্যান করেছিলেন।
a) জ্যাঁ পল সার্তে b) পিটার হ্যান্ডকে
c) এনি এরনোক্স d) জন বারডিন
11. শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের স্থপতি কে?
a) রোহানি বাহারিন c) জিন গ্যাং
b) যাহা হাদিদ d মেরিনা তাবাসসুম
12. কোন দেশ প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে?
a) নিউজিল্যান্ড b) অস্ট্রেলিয়া
c) যুক্তরাষ্ট্র d) যুক্তরাজ্য
13. বাংলাদেশের ২১তম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর (জি আই) প্রোডাক্ট কোনটি?
a) বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল
b) সিলেটের মনিপুরী শাড়ি
c) নাটোরের কাচাঁ গোল্লা
d) বাংলাদেশের শীতল পাটি
14. কে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে দুটি অস্কার জিতেন?
a) রুথ ই, কার্টার c) হ্যাটি ম্যাকড্যানিয়েল
b) হেলি বেরি d) ল্যাশনা লিঞ্চ
15. নিচের কোন ব্যক্তি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন?
a) রাজিয়া বানু c) মো. জিল্লুর রহমান
b) তোফায়েল আহমেদ d) মো. আব্দুল হামিদ
16. কে বলেছিলেন "বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী"?
a) আব্রাহাম লিংকন b) উহনস্টন চার্চিল
c) জন অ্যাডামস d) অং সান সু চি
17. নিচে উল্লেখিত বাংলাদেশ সরকারের কোন মডেলটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে?
a) আশ্রয়ণ প্রকল্প c) রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট
b) কমিউনিটি ক্লিনিক d) স্মার্ট বাংলাদেশ
18. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য নিচে উল্লেখিত কোন বিদেশি নাগরিককে 'বীর প্রতীক' উপাধি দেওয়া হয়েছে? a) ডাব্লিউ এ এস ওডারল্যান্ড
b) সায়মন ড্রিং
c) অ্যান্থনি ম্যাসকারেনহাস
d) জে এফ আর জ্যাকব
19. ইসরাইলে পরিচালিত হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম কী?
a) অপারেশন আল-আক্সা ফ্লাড
b) অপারেশন ঈগল ক্ল
c) অপারেশন জয়েন্ট এন্ডেভার
d) অপারেশন গার্ডিয়ান অব দ্য ওয়ালস্
20. 'অ্যামিকাস কিউরি'র অর্থ কী?
a) আদালতের বন্ধু b) আদালত উপদেষ্টা
c) বিজ্ঞ আদালত d) আদালতের বিচারক
21. নিচে উল্লেখিত কোন বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রচনা করেননি?
a) কারাগারের রোজনামচা b) অসমাপ্ত আত্মজীবনী
c) কারাগারের চিঠি d) আমার দেয়া নয়া চীন
22. 'সার্পেন্ট অব দি নাইল' কে?
a) ক্লিওপেট্রা b) নেফারতিতি
c) এলিজাবেথ d) হেলেন
23. "এলাম, দেখলাম, জয় করলাম" কথাটি কে বলেছেন?
a) জুলিয়াস সিজার b) আলেকজান্ডার
c) নেপোলিয়ন d) হো চি মিন
24. স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন?
a) কাজী সালাউদ্দিন c) সাইদুল রহমান প্যাটেল
b) জাকারিয়া পিন্টু d) অমলেশ সেন
25. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ট্যানেলের দৈর্ঘ্য কত?
a) ৪,০০ কি.মি. b) ৩.৩২ কি.মি.
c) ৩.৩৪ কি.মি. d) ৩.০৮ কি.মি.
26. কারা 'বর্গী' নামে পরিচিত?
a) ইংরেজ b) মারাঠি c) তামিল d) পর্তুগিজ
27. কোন দেশ ২০২৩ সালে প্রেস ফ্রিডম সূচকে সর্বোচ্চ স্কোর করেছে?
a) নরওয়ে b) সুইডেন c) ডেনমার্ক d) ফ্রান্স
28. ২০২৩ সালের জন্য জাতিসংঘ ঘোষিত 'বিশ্ব পর্যটন রাজধানী' কোনটি?
a) সমরখন্দ b) রোম c) এথেন্স d) ইস্তানবুল
29. বাংলাদেশে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কী?
a) অপরাজেয় বাংলা c) জাগ্রত চৌরঙ্গী
b) সাবাস বাংলাদেশ d) পতাকা একাত্তর
30. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
a) সোনাদিয়া b) কুতুবদিয়া c) মহেশখালী d) সেন্ট মার্টিন
Answer Keys: 1.c 2. a 3.c 4.b 5. d 6. d 7.a 8.b 9. b 10.a 11.a 12. a 13.a 14. a 15. a 16. a 17. b 18.a 19. a 20.a 21.c 22.a 23. a 24.b 25.b 26.b 27.a 28.d 29.c 30.c.